1. ashiqmahmud156@gmail.com : কালিকা প্রসাদ টিভি : কালিকা প্রসাদ টিভি
  2. info@www.kalikaprosadtv.online : কালিকা প্রসাদ টিভি :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে কিশোরগঞ্জের দিপু, মুক্তিপণ দাবি ২৫ লাখ টাকা হামজার অসাধারণ গোলেও লেস্টারের বিদায়: লিগ কাপ থেকে বাদ পড়ল বাংলাদেশি তারকা শিক্ষক আন্দোলনের আড়ালে ষড়যন্ত্র: দেলাওয়ার ও প্রশাসনের চক্রান্ত চলে আড়ালেই! জামায়াত নেতার অভিযোগ: আল্লামা সাঈদী ষড়যন্ত্র ও রাষ্ট্রীয় অন্যায়ের শিকার নীলফামারীতে মৎস্য শিকার প্রতিযোগিতার শুভ উদ্বোধন মাগুরা বিএডিসি গোডাউনে অবৈধ সার বিক্রি, দুর্নীতি-সিন্ডিকেটের প্রমাণ বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কে দৈনিক যানজট, জনজীবনে চরম দুর্ভোগ WAFCON 2025: Morocco–Zambia উত্তেজনাপূর্ণ 2–2 ড্র উদ্বোধনী ম্যাচে Gunn-এর Superman (2025): আদর্শ ও আধুনিকতার উল্লাস Gunn-এর Superman: আদর্শ, হৃদয় ও আশার প্রতি নতুন উড়ান

মাগুরা বিএডিসি গোডাউনে অবৈধ সার বিক্রি, দুর্নীতি-সিন্ডিকেটের প্রমাণ

ফারুক আহমেদ, মাগুরা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার বিএডিসি সারগোডাউনে ডিলারের নামে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে স্থানীয়রা হাতেনাতে একটি সিন্ডিকেটকে ধরেছেন। বৃহস্পতিবার সকালে প্রায় ৪০ বস্তা সার বিভিন্ন নসিমন ও নাটা অটোযোগে বাইরে পাচারের সময় ঘটনাটি ঘটেছে। এক বস্তা সার গেটম্যানের কক্ষের পাশ থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, তারা বাধা দিলে সিন্ডিকেটের সদস্যরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

উপসহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান দাবি করেছেন, সারগুলো ডিলারের কাছ থেকে ক্রয়কৃত। তবে তিনি কোন প্রকার ক্যাশ মেমো, বিল-ভাউচার বা ডিলারের প্রত্যয়নপত্র দেখাতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি এবং সাক্ষাৎকারের এক পর্যায়ে বিষয়টি ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার অভিযোগ করেছেন, চলতি মৌসুমে তারা সরকারি চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। তারা জানিয়েছেন, অফিস সহকারীর হাতে ঘুষ না দিলে সার উত্তোলন সম্ভব নয়। ডিলাররা আরও অভিযোগ করেছেন, গোডাউনের ভেতরে দীর্ঘদিন ধরে একটি অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে, যারা সরকারি নির্ধারিত রেটের বাইরে সার বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করে এবং কৃষকদের হাতে বেশি দামে সার পৌঁছে দেয়। ডিলার আকবর আলী বলেন, “গত পাঁচ বছরের গোডাউনের স্টক ও চলতি বছরের বরাদ্দের অডিট দুদক দিয়ে করানো হলে আসল চিত্র বেরিয়ে আসবে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম বলেন, “সরকারি ডিলারের নাম ব্যবহার করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ বিক্রি আইনের চোখে গুরুতর অপরাধ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।” মাগুরা জেলার উপসহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ কুমার জোয়ার্দার জানান, ২০২৫-২৬ অর্থবছরে মাগুরা জেলায় ৬৩,৩৮২ মেট্রিক টন সার বরাদ্দ রয়েছে। এর মধ্যে ইউরিয়া ৩২,৩৪৫ মেট্রিক টন, টিএসপি ৭,৮৮৪ মেট্রিক টন, ডিএপি ১৪,৮৯২ মেট্রিক টন এবং এমওপি ৮,২৬৯ মেট্রিক টন। সরকারি নিয়ম অনুযায়ী ডিলাররা সর্বোচ্চ ২ টাকা কেজি বেশি দামে বিক্রি করতে পারেন, কিন্তু বাস্তবে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মাগুরায় শপথ, পুরস্কার ও উদ্যোক্তা প্রেরণায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

২০২৪-২৫ অর্থবছরে মাগুরা বিএডিসির তিনটি গোডাউনে মোট ১০,৬৫০ টন সার মজুদ রয়েছে। জেলার মোট ২১০টি ডিলারের মধ্যে মাগুরায় ১১৪টি এবং ঝিনাইদহে ৯৬টি। স্থানীয় কৃষকরা জানান, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও তারা ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না, ফলে খোলা বাজার থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে এবং ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটছে।

মাগুরা জেলা প্রশাসন ও দুদক বিষয়টি তদন্ত করছে। প্রমাণ মিললে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কালিকা প্রসাদ টিভি-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট