মো. কাউছার পাটোওয়ারী, হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান সড়ক জনদুর্ভোগ লাঘব করতে এগিয়ে এসেছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ সিদ্দিকুর রহমান। স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে তিনি নিজস্ব অর্থায়নে একাধিক গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করেন।
সংস্কারকৃত রাস্তাগুলোর মধ্যে রয়েছে—আল আমিন বাজার থেকে উত্তরের রোড, আল আমিন বাজার থেকে শান্তি বাজার সড়ক, রাজারগাঁও বাজার বড় ব্রিজের সামনে থেকে ঘোড়াদাঁড়ি রোড, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের রোড (ডিংকা ভাঙ্গা এলাকা), এবং পশ্চিম রাজারগাঁও বকাউল বাড়ির সামনে থেকে পিপিয়া রোড পর্যন্ত সংযোগ সড়ক। এসব রাস্তায় ভাঙা ও চলাচলের অনুপযোগী অংশগুলো সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।
এই কাজে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন ১নং রাজারগাঁও ছাত্রদলের সাবেক সেক্রেটারি মোঃ হারিছ আহামেদ খান। তার সঙ্গে আরও যুক্ত ছিলেন মহসিন বকাউল, কাউসার বেপারী, শাহ মাসুদ, কাশেম মুন্সী, বিল্লাল বেপারী, ইউসুফ ব্যাপারী, সালাউদ্দিন বকাউল, সেলিম বকাউল, নেপাল সূত্রধর, আব্দুল মান্নান পাটোয়ারী, শাহজালাল, সুজন খান, নাজির হোসেন (ক্যাপ্টেন বাবু), সাংবাদিক কাউছার পাটোওয়ারীসহ অনেকেই।
আরও পড়ুন: ভৈরবে ২৮৫ শিক্ষার্থীর হাতে টিফিনবক্স তুলে দিলেন ইউপি চেয়ারম্যান মো: লিটন মিয়া
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত করুণ ছিল। বর্ষা মৌসুমে চলাচল ছিল দুর্বিষহ। এখন রাস্তাগুলো মেরামত হওয়ায় যাতায়াত সহজ হয়েছে। এলাকাবাসীর ভাষায়, যদি সমাজের আরও দায়িত্বশীল ব্যক্তি এভাবে এগিয়ে আসেন, তবে এলাকায় দ্রুত উন্নয়ন সম্ভব।
জনকল্যাণে এই উদ্যোগ প্রসঙ্গে মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “জনগণের কষ্ট দূর করা এবং এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। মানুষের সামান্য উপকার করতে পারলেও নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতেও এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
এ ধরনের ব্যক্তি উদ্যোগ কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল।
স্থানীয়দের প্রত্যাশা, এমন জনমুখী কাজ ভবিষ্যতে আরও বেশি দেখা যাবে, যাতে রাজারগাঁওসহ সমগ্র হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় এবং সাধারণ জনগণের জীবনযাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হয়।