লুৎফর সিকদার, গোপালগঞ্জ
গোপালগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলার বটবাড়ী গ্রামে এবং সোমবার (২৫ আগস্ট) রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী গ্রামের প্রতিবন্ধী প্রদীপ সরকার (৪০) বাড়ির পাশের পুকুরে মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে মারা যান। তার পরিবারের সদস্যরা অনেকক্ষণ পরে পুকুরে তার ব্রাশ পড়ে থাকতে দেখেন এবং জাল দিয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, খায়েরহাট গ্রামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবিনা খানম (১১) বাড়ির আমড়া গাছ থেকে আমড়া পাড়ার সময় নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। তাকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উভয় ঘটনায় নিহতদের পরিবার এবং স্থানীয়রা শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামের সমকামিতার ঘটনা ভৈরবের নামে প্রচার: ভুয়া শিরোনামে বিভ্রান্তি