স্টাফ রিপোর্টার
প্রবাসী যুব কল্যাণ সংগঠনের ২০২৫–২০২৭ মেয়াদের জন্য ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। রবিবার সংগঠনের কার্যকরী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান উপদেষ্টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী কমিটির পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের মতামতের ভিত্তিতে উপদেষ্টা পরিষদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ তালিকা প্রকাশের দায়িত্ব সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমানকে দেওয়া হয়েছে।
সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা বলেন, নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রা আরও গতিশীল হবে এবং মানবসেবার কার্যক্রম আরও প্রসারিত হবে।
প্রধান নির্বাচক মোঃ মোবারক ইসলাম হিমেল এবং সহকারী প্রধান নির্বাচক মোঃ এইচ এস সোহাগ বলেন, “আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মানবসেবা। ঐতিহ্য, সাফল্য, একতা, শান্তি ও শৃঙ্খলা—এই মূলমন্ত্রকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
কার্যকরী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রবাসী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান