নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণের ব্যবহার রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (তারিখ উল্লেখ নেই) দুপুরে সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি যানবাহনের বিরুদ্ধে ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
এসময় চালকদের হাইড্রোলিক হর্ণ ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: পাবনায় ট্রাক তল্লাশিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক