তানভীর ভুইয়া, নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ০৬ ও ০৭ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. আলী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দ্বীন প্রতিষ্ঠার কাজে অংশ নেওয়া প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব। তারা দাবি করেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সমাজে কোনো বৈষম্য, বিভেদ কিংবা কারও অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকবে না।
বক্তারা আরও বলেন, আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে নৈতিক চরিত্র গঠন অত্যন্ত জরুরি। কোরআনের বিধান মেনে চলার মাধ্যমেই নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন সম্ভব।
পরিশেষে তারা পত্তন ইউনিয়নবাসীর প্রতি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: সিমনা-বি বাড়িয়া সড়কে বৃক্ষরোপণ নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ