মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল এবং ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়নকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টার দিকে শত্রুজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির আয়োজনে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ১০ নং শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক মাস্টার। এ ছাড়া যুবদল দক্ষিণ মাগুরা ইউনিটের সাবেক সভাপতি মোঃ জাফর ইকবাল ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত হোসেন বকুলও দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন।
এ ছাড়া মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ ফারুকুজ্জামান, বিএনপি নেতা মোঃ আক্কাস শেখ, মেম্বার ফারুকুজ্জামানসহ ৫-৬ হাজার নেতা-কর্মী জনসভায় অংশগ্রহণ করেন।
কাজী সালিমুল হক কামাল বলেন,
“বিএনপি দলের মধ্যে কোনো গ্রুপিং থাকবে না। দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার হয়ে কাজ করবো। দলের মধ্যে কেউ অপরাধ করলে অভিযোগ দিন, বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
রবিউল ইসলাম নয়ন বলেন,
“আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাস করি। মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও আমি নয়ন— আমরা দুই ভাই রাজপথে জনগণের কল্যাণ ও বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবো।”
জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিএনপির নেতাকর্মীরা দলে ঐক্যের বার্তা দেন।
আরও পড়ুন: মাগুরায় ১৩ ইউনিয়নে লটারীর মাধ্যমে ২২ জন খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগ