কুমিল্লায় সিমেন্টবোঝাই লরির নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও তিন যাত্রী।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।
ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্যসূত্রে: বাংলা নিউজ ২৪
আরও পড়ুন: চকরিয়া থানা হেফাজতে স্কুলকর্মীর মৃত্যু ঘিরে রহস্য