মঈনউদ্দিন, চট্টগ্রাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহমিনা আক্তার।
গত ২০ আগস্ট তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তাহমিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের বাসিন্দা।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে গঠিত ছাত্র সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট থেকে এবার প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন তিনি।
তাহমিনা আক্তার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি, তোফাজ্জল হত্যাকাণ্ড, রাজু ভাস্কর্যে হামলা ও মাজার-মন্দিরে আক্রমণের প্রতিবাদসহ একাধিক বিক্ষোভ-সমাবেশে তিনি সাহসী ভূমিকা রাখেন।
তিনি বলেন, “সব ধর্ম-মত-পথের মানুষের সমান নিরাপত্তা ও স্বাধীনতার ভিত্তিতে মানবতার রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া খুন-সন্ত্রাস ও দস্যুতামুক্ত রাষ্ট্র গড়া সম্ভব নয়।”
তাহমিনা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এটিকে মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।
ভিপি প্রার্থী হিসেবে তিনি সব মানবিক ভাই-বোনদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: ভৈরবের কালিকাপ্রসাদের মুক্তার— ডাকসুর ভিপি পদে আলোচনায়