নিজস্ব প্রতিবেদক
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপ্লব সাদু (৩৮) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে পরিচালিত এই অভিযানে তার আস্তানা থেকে প্রায় সাড়ে চার কেজি গাঁজা ও একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বিপ্লব সাদু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। এলাকায় তার ত্রাসের কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না।
অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা কাওরাইদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিপ্লব সাদুর অবস্থান চিহ্নিত করে। পরবর্তীতে ঘেরাও করে তার আস্তানা থেকে তাকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক বিপ্লব সাদুর বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। এলাকাবাসীর ভাষ্য, “বিপ্লব সাদু এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার গ্রেফতারের ফলে আমরা কিছুটা হলেও নিরাপদ মনে করছি।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, বিপ্লব সাদুর গ্রেফতারের মাধ্যমে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও বড় চক্রের তথ্য পাওয়া যেতে পারে। তদন্তের স্বার্থে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে মানবপাচারকারী গ্রেপ্তার, ৫২ পাসপোর্ট উদ্ধার