লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ জন এসএসসি ও সমমানের শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং গোপালগঞ্জের শিক্ষাক্ষেত্রে এক নতুন আশার আলো হিসেবে দেখা দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত দেব নাথ, পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমিনসহ আরও অনেকে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবছর এসএসসি (সাধারণ) থেকে ৬০৭ জন, দাখিল থেকে ১৭ জন এবং ভোকেশনাল থেকে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে এসএসসিতে ১৯১ জন, দাখিলে ১ জন এবং ভোকেশনালে ৩ জন শিক্ষার্থী রয়েছে। এই অর্জনের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: ভৈরবে ছিনতাইয়ের প্রতিবাদে থানায় অভিনব কর্মসূচি: শাড়ি-চুড়ি রেখে দুই দিনের আল্টিমেটাম
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তোমরা যারা আজ এই সফলতার চূড়ায় পৌঁছেছ, তোমাদের পরিশ্রম শুধু তোমাদের নয়, বরং পুরো জাতির জন্য এক অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও উচ্চ লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার সাহস রাখো, দেশ তোমাদের দিকেই তাকিয়ে।” তিনি আরও বলেন, এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু গোপালগঞ্জের নয়, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সংবর্ধনা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য সফলতা কামনা করেন। শিক্ষার্থীরা এমন স্বীকৃতি পেয়ে অনুপ্রাণিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের ভবিষ্যতের পথচলায় এটি এক গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করবে।