কালিকাপ্রসাদ প্রতিনিধি:
“একতা, শান্তি ও শৃঙ্খলা”—এই মূলমন্ত্রকে ধারণ করে সফলতার ৯ বছর পেরিয়ে গেল প্রবাসী যুব কল্যাণ সংগঠন। এ উপলক্ষে কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়ায় সংগঠনের পক্ষ থেকে একজন অসহায় মহিলার ঘর পূর্ণনির্মাণে ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়।
এই মহতী অনুষ্ঠানে আরও ছিল উপদেষ্টাদের দুই বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম শান্ত-কে বিশেষ সম্মাননা প্রদান এবং দেশের-বিদেশের প্রবাসীদের ফুল দিয়ে বরণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
অনুদানের পেছনে যারা অর্থ, শ্রম, সময় ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়—“এই সাফল্য শুধুমাত্র আমাদের নয়, বরং এটি সব প্রবাসী সহযোদ্ধাদের সম্মিলিত প্রয়াস।”
আরও পড়ুন: শহীদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন
ঘর নির্মাণ কাজে অনুদানদাতাদের তালিকা:
১. এইচ এস সোহাগ (সিঙ্গাপুর)
২. তাকবির (ইতালি)
৩. আলম খান
৪. আমিনুল ইসলাম (কাতার)
৫. মাসুক রানা (সিঙ্গাপুর)
৬. মোঃ কাশেম আহমেদ (সৌদি আরব)
৭. আকরাম হোসাইন রাজ (সৌদি আরব)
৮. রতন মিয়া (সৌদি আরব)
৯. আল ইসলাম (মালয়েশিয়া)
১০. মোঃ শাহারফ আলম (ইতালি)
১১. জোয়েল আহমেদ (ইতালি)
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করি। মানবিক কাজই আমাদের শক্তি। ভবিষ্যতেও অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।”
শেষে, সংগঠনের পক্ষ থেকে সকল প্রবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়:
“আপনাদের শ্রম, সহানুভূতি, আর ভালোবাসাই আমাদের পথ চলার পাথেয়। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন— ফি আমানিল্লাহ।”