বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশের সর্বশেষ “সুদর্শন পুরুষ” নির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা, বিতর্ক আর চমক। অনেকে যেমন ফলাফল মেনে নিয়েছেন নির্দ্বিধায়, তেমনি অনেকে অবাক হয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নাম তালিকায় না দেখে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিজেই কিং খান।
সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে শাকিব খানকে প্রশ্ন করা হয়, “আপনি কি মনে করেন আপনি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ?” উত্তরে হাসিমুখে শাকিব খান বলেন,
“সুদর্শনতা শুধু চেহারায় হয় না, ব্যক্তিত্বেও হয়। আমি দর্শকের ভালোবাসায় রাজা, তবুও কোনো তালিকায় না থাকায় কষ্ট পাই না।”
তিনি আরও বলেন,
“আমি যদি জনগণের চোখে সুন্দর হয়ে থাকি, সেটাই আমার জন্য পুরস্কার। একজন শিল্পীর সৌন্দর্য তার কাজে, চরিত্রে ও আচরণে প্রকাশ পায়।”
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে বাদ দিয়ে এই তালিকা কাদের জন্য তৈরি? কেউ কেউ বলছেন, এমন সিদ্ধান্ত পুরোটাই “ভাইরাল মার্কেটিং” কৌশলের অংশ।
শাকিব খান যদিও বিষয়টিকে খুব হালকাভাবে নিয়েছেন, তবে তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন:
“পুরস্কার যেই পাক, কিং তো একটাই—শাকিব খান!”
আরও একজন মন্তব্য করেছেন: “তালিকা বানানোর আগে অন্তত একবার আয়নায় তাকানো উচিত ছিল বিচারকদের!”
আরও পড়ুন: বিজয়নগরে সাংবাদিকদের ঐক্যজোট: প্রেসক্লাবের নবযাত্রায় নেতৃত্বে জাকির-শাহনেওয়াজ
এদিকে এই নির্বাচনের আয়োজক সংস্থা বলছে, তাদের নির্বাচনের মূল ফোকাস ছিল নতুন মুখ ও সামাজিকভাবে সক্রিয় পুরুষদের উপর।
তালিকা যাই বলুক না কেন, দর্শকের হৃদয়ে সুদর্শনতা ও জনপ্রিয়তার চূড়ায় এখনো রাজত্ব করছেন শাকিব খান। পুরস্কার না পেলেও তিনি রয়েছেন কোটি ভক্তের ভালোবাসায়।