আরিফ আহম্মেদ, ময়মনসিংহ জেলা সংবাদদাতা
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের সদর উপজেলার গোপালপুর ও আলালপু নামক স্থানে গতকাল বিকাল আনুমানিক ৩টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুই যাত্রীবাহী চলন্ত বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং বহু যাত্রী আহত হন।
আরও পড়ুন: রাজারগাঁও থেকে মেনাপুর সড়ক সংস্কারে চেয়ারম্যান মফিজুর রহমানের উদ্যোগ
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও তৎপরতা চালান। গুরুতর আহতদের মধ্যে অনেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, দুই দিক থেকে অতিরিক্ত গতিতে আসা বাস দুটির মুখোমুখি সংঘর্ষের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা বলেন, চালকদের গাফিলতি ও বেপরোয়া গতির কারণেই মহাসড়কে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন ইতোমধ্যেই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুন: গোপালগঞ্জ জেলা কারাগারে চুরি, কারারক্ষী আরিফ চৌধুরী গ্রেফতার