রাতুল হোসেন, জেলা প্রতিনিধি, পাবনা
পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপু (১৭) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় পৌর শহরের বকুলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অপু ঈশ্বরদী উপজেলার নারিচা মসজিদপাড়া এলাকার বাসিন্দা এবং এসএম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির (বাণিজ্য শাখা) ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকেলে বাবার পার্সের দোকানে যাওয়ার পথে কয়েকজন কিশোরের সঙ্গে পথ আটকে দাঁড়ানো নিয়ে বিতণ্ডা শুরু হয়।
অভিযুক্ত রাহি (লিটন প্রামানিকের ছেলে) ও সামির (ভাটাপাড়া এলাকার বাসিন্দা) এসে অপুর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে অপুর পেটে ছুরিকাঘাত করে তারা।
স্থানীয়রা অপুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপুর বন্ধু রনি ইসলাম ও রোজবুল অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম নয়নের বাহিনীর সদস্যরাই এ হামলা চালায়।
তারা বলেন, “রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় অপুকে প্রথমে মারধর করা হয়, পরে ছুরি মেরে গুরুতর জখম করা হয়। এমনকি তাকে নয়নের দলীয় কার্যালয়ে তুলে নেওয়ার চেষ্টাও করে হামলাকারীরা।”
রফিকুল ইসলাম নয়ন বলেন, “আহত অপুও আমার ভাইয়ের মতো। আমি তার বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছি এবং আইনগত সহায়তার আশ্বাস দিয়েছি। অপরাধী যেই হোক, শাস্তি পেতেই হবে।”
আরও পড়ুন: কিশোরগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ভিসা প্রতারক আটক