পাবনার সুজানগরের চর মানিকদীর মাদারতলা এলাকায় পদ্মা নদীতে দেখা গেছে বিরল এক মিঠা পানির কুমির। গত কয়েকদিন ধরে কুমিরটি মাঝেমধ্যে ভেসে উঠছে।
ফলে মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে নদীতে নামছেন না।
চর ভবানীপুর গ্রামের মৎস্যজীবী দবির উদ্দিন শেখ বলেন, “বড় আকারের কুমিরটিকে মাঝেমধ্যে দেখা যাচ্ছে। তাই আমরা মাছ ধরতে যেতে ভয় পাচ্ছি।”
এদিকে চর এলাকার কৃষক আব্দুল আজিজ বলেন, “আমাদের গরু-ছাগল নদীর চরে ঘাস খায়। তবে এখন আমরা সেখানে যেতে সাহস পাচ্ছি না।”
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সুজানগরের মৎস্য কর্মকর্তা নুর কাজমির জামান খান বলেন, “কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধু নদী অঞ্চলে চলাচলে সতর্ক থাকতে হবে।”
পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান জানান, “মিঠা পানির কুমির এখন প্রায় বিলুপ্তপ্রায়। পদ্মা নদীতে মাঝে মাঝে তাদের দেখা মেলে। বর্ষাকালে পানি বাড়লে এরা নদীর উপরিভাগে উঠে আসে। তবে স্থায়ীভাবে থাকে না।”
এই কারণে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পুড়ুন: মাগুরা মধুখালী মসজিদের উন্নয়ন কাজে বাধা ও অনুদান স্থগিতের অভিযোগ