তানভীর ভুইয়া বিজয়নগর প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, সোমবার
আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণবাহী বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। ঘটনার সময় কলেজের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
ঘটনার পরই গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বৃহত্তর অরাজনৈতিক মানবিক সংগঠন “রক্তের বন্ধন”। সংগঠনের সভাপতি শরিফ মোহাম্মদ ইউনুস ও সাধারণ সম্পাদক আদহাম মাইনুদ্দিন এক বিবৃতিতে জানান,
“এই মুহূর্তে উত্তরা অঞ্চলের বিভিন্ন হাসপাতালে বিপুল রক্তের চাহিদা তৈরি হয়েছে। আমরা বিজয়নগরের সকল সচেতন ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানাই—নিজে রক্ত দিন, নতুবা সংগ্রহ করে দিন।”
রক্ত প্রয়োজন যেসব হাসপাতালে:
🔹 উত্তরা বাংলাদেশ মেডিকেল
🔹 উত্তরা আধুনিক মেডিকেল
🔹 উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
🔹 কুয়েত মৈত্রী হাসপাতাল
🔹 মনসুর আলী হাসপাতাল
সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান,
> “অবস্থা খুবই খারাপ। দেরি না করে যারা রক্তদাতা আছেন, তারা সরাসরি হাসপাতালে গিয়ে রক্ত দিন। একজন মানুষের জীবন বাঁচানোই মানবতার সেরা দান।”
ঘটনার তীব্রতা ও মানুষের করুণ অবস্থা বিবেচনায় নিয়ে “রক্তের বন্ধন” সংগঠনের এই উদ্দীপনামূলক আহ্বান সবার মধ্যে মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন — নিজে এগিয়ে আসুন, অন্যকেও উৎসাহিত করুন।