তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এক ভিসা প্রতারককে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদেশে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
অভিযানের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন জাল কাগজপত্র, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিদেশগামীদের ভিসা পাইয়ে দেওয়ার দালাল হিসেবে পরিচয় দিতেন বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।