মেঘের বন্ধু আর হেমলকে ফেরেশতা
▪️ মাহমুদুর রহমান
▪️ উনিশসাতপঁচিশ।ভৈরব
আকাশকে বলা যায় হৃদয় নিংড়ানো সমস্ত কথা।
আমি মেঘ দেখি আর মেঘের সাথে উড়ি।
তার সাথে আকাশের বিশালতায় একটু ঠাঁই খুঁজি।
আমি মেঘের বন্ধু, যে বন্ধু ক্ষণস্থায়ী—
যে বন্ধু বৃষ্টি হয়ে পতিত হবে।
তবু আমি তার বন্ধু।
বন্ধুত্বকে সম্মান করি—
সম্মান করি ভালোবাসাকেও,
যেভাবে সম্মানে আছে চিরতরে হারিয়ে যাওয়া সেই মায়াফুল।
নক্ষত্রের মতো আকাশ হতে নীরবে পতন হওয়ার অনুভূতি জানবে না কেউ।
জানবে না সহজে পেয়ে যাওয়া সেই মানুষও—
যাকে ঘৃণা করেও সেই মায়াফুল বেছে নিয়েছিল তাকে,
যেভাবে সক্রেটিস হেমলক পান করেছিল।
মায়াফুল থেকে নতুন কুঁড়ি ফুটবে।
সান্ত্বনায় বেঁচে থাকার মতো নতুন আঙুল নিয়ে
দুনিয়ায় আসবে এক ফেরেশতা!