ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি | ১৮ জুলাই ২০২৫
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে সবুজ উৎসব ২০২৫। এ উপলক্ষে জেলার পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা রিপোর্টার্স ইউনিটিও নিজস্ব উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
শুক্রবার সকালে প্রতীকী ম্যারাথনের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মাগুরার চারটি উপজেলায় এক হাজারের বেশি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন, “আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে জনসেবা মূলক নানা কার্যক্রম চালিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”
সবুজ উৎসবের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।