পাবনা প্রতিনিধি | ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর-সদিরাজপুর গ্রামে আনিস মোড় থেকে পদ্মা নদী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার সকাল থেকে স্থানীয় সর্বস্তরের মানুষ—নারী, পুরুষ, শিক্ষার্থী ও প্রবীণরা অংশ নেন এই কর্মসূচিতে। ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে তারা জানান, দীর্ঘদিন ধরেই অবহেলিত এই রাস্তাটি তাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে, যা বছরের বেশিরভাগ সময় চলাচলের অনুপযোগী থাকে।
মানববন্ধনে বক্তারা জানান, বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি একেবারেই কাদায় পরিণত হয়। এতে স্কুলে যাওয়া শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া, শ্রমজীবী মানুষের চলাচল—সবই ব্যাহত হয়। এক তরুণ শিক্ষার্থী বলেন, “বর্ষায় এই রাস্তায় হাঁটতে গেলে পা ডোবানো ছাড়া উপায় থাকে না।”
স্থানীয়দের দাবি, এই রাস্তাটি পাকা হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিকাজে গতি আসবে। উন্নয়ন হবে গোটা চরাঞ্চলের। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
চর-সদিরাজপুরবাসীর প্রত্যাশা, সরকারের নজরদারিতে এবার অন্তত তাদের বহুদিনের এই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাবে, আর তারা উন্নয়নের সঠিক সুবিধা ভোগ করতে পারবেন।