তানভীর ভুঁইয়া, বিজয়নগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে সমাজবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষার্থী আবু নাসির আসিফ। এরপর সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জুরু মিয়া এবং অধ্যাপক আব্দুল বাতেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদায়ী শিক্ষার্থী ফাহমিদা আক্তার নাসরিন ও উবায়দুল মোস্তফা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন হালিমা বেগম ও ফাহমিদা আক্তার নাসরিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। পরে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বিদায়স্বরূপ লাল গোলাপ দিয়ে বিদায়ী ব্যাচকে সংবর্ধনা জানায়।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।