জেলা প্রতিনিধি, আরিফ আহম্মেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স এবং মানবপাচার রোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আলীনূর খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ।
সভায় চোরাচালান, মানবপাচার, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়াবলি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনূর খান বলেন,
“বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি এসব প্রতিরোধে পুলিশের বিশেষ সহায়তা প্রয়োজন।”
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং এই বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।