ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতিসহ আর্থিক খাতের বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করছিল গোয়েন্দা সংস্থা। দীর্ঘদিন ধরেই তিনি নজরদারির আওতায় ছিলেন বলে জানানো হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী ব্যাংক থেকে অবৈধভাবে ঋণ গ্রহণ, অর্থ আত্মসাৎ এবং অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে অভিযান চালানো হয়। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে (আইবিবিএল) দুর্নীতি, অবৈধ ঋণ বিতরণ ও অর্থপাচারের অভিযোগ গত কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। এই ব্যাংকের ঋণ জালিয়াতি সংক্রান্ত বেশ কয়েকটি মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের বিভিন্ন সংস্থা। ব্যাংকের উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও মামলা হয়েছে ও কয়েকজন গ্রেফতারও হয়েছেন।
ডিবি সূত্র বলছে, মনিরুল মাওলার গ্রেফতারের মাধ্যমে এই জালিয়াতি চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্রধর আইনের আওতায় এসেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও গ্রেফতার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: ডিবি, ডিএমপি, প্রশাসনিক সূত্র