তপন দাস, নীলফামারী | ১৮ জুলাই ২০২৫
নীলফামারীর ডোমার উপজেলার মৌজা পাঙ্গা ৩নং ওয়ার্ড থেকে কুখ্যাত সন্ত্রাসী ও সুদী ব্যবসায়ী শাহজাহান মিয়া (৩৫) সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন। ১৭ জুলাই রাতের অভিযানে তাকে আটক করা হয়।
এই অভিযানে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর নীলফামারী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলীর নেতৃত্বে এবং ডোমার থানা পুলিশের সহযোগিতায় শাহজাহান মিয়াকে আটক করা হয়।
অভিযান চলাকালীন সময় তার বাড়িতে তল্লাশি চালানো হলে পাওয়া যায় অনেকগুলো ফাঁকা স্ট্যাম্প, ফাঁকা চেক এবং জাতীয় পরিচয়পত্র। জানা গেছে, শাহজাহান মিয়া এলাকার লোকজনকে সুদের বিনিময়ে টাকা দিয়ে ফাঁকা স্ট্যাম্প, চেক এবং জাতীয় পরিচয়পত্র জমা রাখত, পরে সেগুলোতে তার ইচ্ছেমতো টাকা বসিয়ে এলাকার বহু মানুষকে সর্বশান্ত করে। তার এই প্রতারণার শিকার এক ব্যক্তি, স্বপন, গত দুই মাস আগে মারা যান।
অভিযান চলাকালে শাহজাহান মিয়া সেনাবাহিনীর সাথে খারাপ ব্যবহার করেন এবং অস্ত্র ও ম্যাগাজিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তার বাড়ির গেট বন্ধ করে সেনাবাহিনীর ওপর আক্রমণের নির্দেশও দেন।
নীলফামারী আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও প্রতারণা সংক্রান্ত কার্যক্রম কমিয়ে আনার লক্ষ্যে তারা নিয়মিতভাবে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত