গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, পুলিশের গাড়িতে আগুন
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি | ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় অনুষ্ঠিতব্য পদযাত্রা শুরুর আগ মুহূর্তে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এসময় তারা সমাবেশস্থলে ভাঙচুর চালায় এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির কারণে সমাবেশস্থলে নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম ছিল। এই সুযোগে হেলমেট পরা একদল যুবক, যারা নিজেদের ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী পরিচয়ে পরিচিত, সমাবেশে হামলা চালায়। তারা চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙচুর করে এবং আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
পুলিশ জানায়, খালপাড় থেকে সংঘবদ্ধ হয়ে এসে তারা এ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে আটকের প্রক্রিয়া চলছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।”
এছাড়া, দুপুরে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনও এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, পদযাত্রা বানচালের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের আগে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।”
এদিকে সমাবেশে অংশ নেওয়া এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আব্দুল্লাহকে পুলিশ নিরাপদে সরিয়ে নেয়। সমাবেশস্থলে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনাগুলোকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মনে উদ্বেগ দেখা দিয়েছে। এনসিপির নেতারা একে গণতান্ত্রিক কর্মসূচির উপর সরাসরি হামলা উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।