আরিফ আহম্মেদ, ময়মনসিংহ জেলা সংবাদদাতা
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার সার্কেল অফিসের উদ্যোগে চুরি ও হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। এসব মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
হালুয়াঘাট সার্কেল এএসপি জনাব সাগর সরকারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়, যারা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এই মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে। পরে তা যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা নিয়ে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন
এই উদ্যোগকে হালুয়াঘাটবাসী ব্যতিক্রমধর্মী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। অনেক ভুক্তভোগী নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে সার্কেল অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সার্কেল অফিসার ও এএসপি সাগর সরকার জানান, “জনগণের হারানো সম্পদ উদ্ধার এবং প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া পুলিশের একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”