আরিফ আহম্মেদ, ময়মনসিংহ জেলা সংবাদদাতা
হালুয়াঘাট | ৮ জুলাই ২০২৫
হালুয়াঘাট পৌর বাজারে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ছয়জন দখলদারের বিরুদ্ধে মামলা দায়ের এবং অর্থদণ্ড আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
পূর্ব সতর্কতা উপেক্ষা করে বাজারের রাস্তা ও ফুটপাত দখল করে দোকানদাররা শোকেস, চৌকি, প্লাস্টিকের ছাউনি ও বিভিন্ন আসবাবপত্র রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
অপরদিকে, মহাসড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করার অভিযোগে হালুয়াঘাটের ইমাম পরিবহন ও শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধেও অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। তিনি জানান, “জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। কেউ সরকারি নির্দেশনা উপেক্ষা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।