আরিফ আহম্মেদ, ময়মনসিংহ জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে হালুয়াঘাট-ধোবাউড়া সড়কের বালিচান্দা ও ভোড়াঘাট মেইন রোডের পাশে অবৈধভাবে স্তুপ করে রাখা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা ভূমি কমিশনের কর্মকর্তারা সচেতন মহলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে রাখা বালু জব্দ করে সরকারি কাজে ব্যবহারের জন্য তা নিয়ে যাওয়া হয়।
অভিযান পরিচালনাকালে কর্মকর্তারা জানান, জনভোগান্তি সৃষ্টিকারী যেকোনো অবৈধভাবে রাস্তার পাশে বালু, ইট বা নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।