আরিফ আহম্মেদ (ময়মনসিংহ) জেলা সংবাদদাতা
হালুয়াঘাট উপজেলার বাহিরশিমুল বাজারের কংশ নদী হতে প্রাই দুই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস।
স্থানীয়দের অভিযোগ এর ভিত্তিতে গত কাল বিকাল আনুমানিক (৩) ঘটিকার সময় সহকারী কমিশনার (ভূমি) হালুয়াঘাট উপজেলার বাহিরশিমুল বাজার সংলগ্ন কংশ নদীতে মাছের ফাঁদ চায়না দুয়ারি দুই হাজার মিটার অবৈধ জাল অভিযানের সময় হাতে নাতে জব্দ করে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এছাড়া ধারা বাজারের দোকান গুলিতে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে তিন ব্যাগ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয় এবং অবৈধ জাল বিক্রয় এর জন্য দুই জন কারবারি কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা অনুযায়ী অর্থদণ্ড আরোপ।
অভিযান পরিচালনা কালিন উপস্থিত উপজেলা মৎস্য কর্মকর্তা, হালুয়াঘাট থানা পুলিশ ফোর্স ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে অভিযান টি পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত