আরিফ আহম্মেদ, ময়মনসিংহ:
গতকাল, ২ জুলাই ২০২৫ তারিখে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)–এর আওতায় এক বিশেষ ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ছিল মহাসড়কে দুর্ঘটনার প্রবণতা হ্রাস ও সড়ক নিরাপত্তা বিষয়ে চালক ও সংশ্লিষ্টদের সচেতন করা।
উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন হালুয়াঘাট এলাকার যানবাহন চালক, সহকারী চালক, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশার চালক ও মালিকগণ। প্রশিক্ষকরা ট্রাফিক আইন, নিরাপদ চালনা, পথচারীর অধিকার, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। তারা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলীনূর খান। তিনি বলেন—
“সড়ক দুর্ঘটনা প্রতিদিনই আমাদের মূল্যবান প্রাণ কেড়ে নিচ্ছে। এসব রোধে ট্রাফিক আইন সম্পর্কে চালক ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধিই হতে পারে কার্যকর সমাধান।”
এই প্রশিক্ষণ কর্মসূচিকে এলাকার চালকরা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই উদ্যোগ নিয়মিত হবে এবং দুর্ঘটনার হার অনেকাংশে হ্রাস পাবে।