বিনোদন ডেস্ক: কালিকাপ্রসাদ টিভি
নতুন সিনেমা, ব্যক্তিজীবন ও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ—সব মিলিয়ে মাহিয়া মাহিকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে দীর্ঘদিন ধরেই মিডিয়ার আলোচনার বাইরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা। হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত হওয়া, কোনো সিনেমার শুটিংয়ে না দেখা যাওয়া এবং মিডিয়া ইভেন্টে অংশ না নেওয়ার কারণে অনেকের মনে প্রশ্ন—আসলে কোথায় আছেন মাহি?
সাম্প্রতিক সময়ে মাহির সর্বশেষ সিনেমা ‘জান্নাত’ মুক্তি পেলেও সেটি নিয়েও বড় কোনো প্রচারণা চোখে পড়েনি। একসময় টানা ব্যস্ততা, সিনেমার পোস্টার, প্রিমিয়ার, বিভিন্ন স্টেজ শো এবং টেলিভিশন অনুষ্ঠানে মাহির সরব উপস্থিতি থাকলেও বর্তমানে তিনি যেন নিজেকে আড়ালে রেখেছেন। হঠাৎ এই অন্তরালে যাওয়ার পেছনে ব্যক্তিগত কোনো কারণ নাকি পেশাগত—এ নিয়ে গুঞ্জনও কম হয়নি।
জানা গেছে, মাহি বর্তমানে পারিবারিক জীবন ও সন্তানকে বেশি সময় দিচ্ছেন। ঢাকার বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। যদিও এই বিষয়ে মাহি নিজে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাঁর সোশ্যাল মিডিয়াতেও নতুন কোনো ছবি, ভিডিও বা আপডেট পোস্ট করা হয়নি বহুদিন ধরে। যার ফলে ভক্তদের মাঝে কৌতূহল আরও বেড়েছে।
আরও পড়ুন: ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অনেকেই মনে করছেন, মাহি হয়তো নতুন কোনো প্রজেক্ট বা বড় ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ বলছেন, মিডিয়ার ঝামেলা থেকে কিছুদিনের বিরতি নেওয়ার জন্যই হয়তো এই সিদ্ধান্ত। তবে বিষয়টি পরিষ্কার না হওয়ায় তার ভক্তরা অপেক্ষায় আছেন—কবে আবার দেখা যাবে পর্দায় সেই আগুনঝরা অভিনয় করা মাহিকে।
বাংলাদেশের চলচ্চিত্রে মাহিয়া মাহির অবদান অসামান্য। ‘ভালোবাসার রঙ’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’সহ একাধিক সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার হঠাৎ গায়েব হয়ে যাওয়া নিঃসন্দেহে একটি শূন্যতার সৃষ্টি করেছে।
মাহি বর্তমানে কোথায় আছেন—এ প্রশ্নের হয়তো সঠিক উত্তর খুব শিগগিরই পাওয়া যাবে না। তবে তার অনুরাগীরা এখনো অপেক্ষায় আছেন, হয়তো একদিন হঠাৎ করেই পর্দায় বা সামাজিক মাধ্যমে ফিরে এসে চমকে দেবেন সবার প্রিয় মাহিয়া মাহি।