গাজীপুর | ১৪ জুলাই ২০২৫ | কালিকা প্রসাদ টিভি অনলাইন ডেস্ক
শহরের একটি অভিজাত আবাসিকে ঘটে গেছে এমন এক ঘটনা, যা এখন পুরো এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
বিষয়টি প্রথমে মনে হয়েছিল নিছক গৃহস্থালি ব্যাপার। কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্বামী নিজেই বাকরুদ্ধ!
ঘটনার সূত্রপাত গাজীপুর চৌরাস্তার পাশে একটি ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে। স্বামী চাকরিজীবী, প্রতিদিন সকাল ৯টায় বেরিয়ে রাত ৮টায় ফিরেন। স্ত্রী থাকেন একা, দুই বছর হলো বিয়ে হয়েছে। প্রথম প্রথম সব স্বাভাবিক ছিল।
কিন্তু কিছুদিন ধরে স্বামীর মনে হচ্ছিল, তার অনুপস্থিতিতে স্ত্রী যেন অস্বাভাবিক আচরণ করছেন।
একদিন তিনি বাসায় গোপনে একটি ছোট সিসিটিভি ক্যামেরা বসান। এবং ঠিক সন্ধ্যা ৬টার সময় রেকর্ডিং-এ যা ধরা পড়ে, তাতেই মাথায় হাত!
ফুটেজে দেখা যায়, স্ত্রী ঘরের সব দরজা-জানালা বন্ধ করে আয়নার সামনে বসে কিছু একটা পড়ছেন। তারপর ধীরে ধীরে পোশাক পরিবর্তন করে একেবারে অন্যরকম সাজে হাজির হন—চোখে গাঢ় কাজল, হাতে পারফিউম, ঠোঁটে গাঢ় লিপস্টিক।
কিন্তু কেউ আসছে না, যাচ্ছেও না। বরং তিনি আয়নার দিকেই একটানা তাকিয়ে থেকে ফিসফিস করে কিছু বলছেন, কখনো কাঁদছেন, আবার কখনো হেসে উঠছেন!
স্বামী প্রথমে ভয় পেয়ে যান—ভেবেছিলেন, হয়তো কেউ ঘরে আসে।
কিন্তু আরও বিশ্লেষণে বোঝা যায়, ঘরে কেউ আসেনি—কিন্তু স্ত্রীর ভেতরে যেন অন্য কেউ বাস করে।
স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি শুধু বলেন—
“আমি একা থাকি, আর আয়নাই আমার সঙ্গী। তোমাকে বোঝানো যাবে না…”
এই কথা শুনে স্বামী এখন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।
মানসিক চিকিৎসকের মতে, এটি হতে পারে ডিসোসিয়েটিভ ডিজঅর্ডার, যেখানে মানুষ একা থাকতে থাকতে নিজের মধ্যেই অন্য সত্তা সৃষ্টি করে।
পড়শিরা বলছেন, মেয়েটিকে স্বাভাবিকই মনে হতো, তবে সন্ধ্যার পর খুব একটা দেখা যেত না।
এখন প্রশ্ন উঠেছে—এই আচরণের পেছনে কি কোনো মানসিক অবসাদ, না কি লুকিয়ে থাকা অতীত?
আর সেই আয়নার দিকে তাকিয়ে সে কী বা কাকে দেখত?
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত