সে এসেছিল–
এক ফাল্গুনী বিকেলে,
দখিনা বাতাসে এলোমেলো চুলে।
সে এসেছিল–
বৃষ্টি ভেজা এক শান্ত-স্নিগ্ধ সকালে,
একই ছাতার নিচে পাশাপাশি হাটবে বলে।
সে এসেছিল–
গাঁয়ের মেঠোপথ ধরে,
কাশফুলের বন পেরিয়ে মুগ্ধতা ছড়াতে।
সে এসেছিল–
মায়াবতী হয়ে এই হৃদয়ে,
তার এক আকাশ মায়া ছড়িয়ে দিতে।
সে এসেছিল–
আমাকে মায়ায় জড়িয়ে নিতে!
সে এসেছিল–
প্রেমের সুবাস ছড়াতে!
সে এসেছিল–
আমায় দু:খ বিলাস করাতে!
◾অস্পর্শী নীলাদ্রি
◾সোহাগ আহমেদ
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত