মোঃ কাউছার পাটোওয়ারী, বিশেষ প্রতিবেদক:
৫ই আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য হাজী সেলিম হকের নেতৃত্বে কাঁচপুরে একটি বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় র্যালীটি শুরু হয় কাঁচপুরের এস.এস. পেট্রোল পাম্প এলাকা থেকে। এরপর এটি নয়াবাড়ি প্রদক্ষিণ করে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে ঘুরে কাঁচপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পুরো র্যালী জুড়ে ছিল হাজার হাজার নেতা-কর্মীদের স্লোগান, জাতীয় পতাকা ও ব্যানার।
র্যালীর নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য হাজী সেলিম হক। তাঁর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সহ-সভাপতি পীর মোহাম্মদ পীর, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন, সোনারগাঁও থানা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, সহ-সভাপতি মজিদ খান, সহ-সভাপতি বজলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ভৈরবে ছিনতাইয়ের প্রতিবাদে থানায় অভিনব কর্মসূচি: শাড়ি-চুড়ি রেখে দুই দিনের আল্টিমেটাম
এদিন কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিজয় র্যালীতে অংশগ্রহণ করেন। পুরো কাঁচপুর এলাকা স্লোগানে ও আবেগময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
এ বিজয় র্যালীর মধ্য দিয়ে নেতাকর্মীরা গণআন্দোলনের সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেন, যেদিন ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন সরকার পদত্যাগে বাধ্য হয়েছিল।