নিজস্ব প্রতিবেদক, তানভীর ভুইয়া:
সিমনা-বি বাড়িয়া সড়কের দুইপাশে সাম্প্রতিক বৃক্ষরোপণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ। বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
পত্তন ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলি আজ্জম সরেজমিন পরিদর্শন শেষে বলেন,
“গাছ লাগানো হয়েছে মাত্র এক মাস হলো, অথচ এরই মধ্যে অনেক খাঁচা (প্রটেকশন কাঠামো) ভেঙে মাটিতে পড়ে আছে। পরিচর্যার কোনো ব্যবস্থাই নেই। অথচ চারাগাছ কেনা থেকে শুরু করে এক বছরের পরিচর্যার জন্য বাজেট রয়েছে।”
প্রায় আট প্রজাতির গাছ লাগানো হলেও পরিকল্পনার অভাবে সেগুলোর অধিকাংশই ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে। কিছু গাছের খাঁচা ভেঙে নষ্ট হয়েছে, অনেক চারাগাছ শুকিয়ে মারা গেছে। এমনকি কোথাও কোথাও অপরিপক্ব ও রোপণের অযোগ্য চারাগাছ লাগানোর অভিযোগও উঠেছে।
স্থানীয় গাড়িচালক ও যাত্রীরা বলেন,
“যথাযথ পরিকল্পনা ও পরিচর্যার অভাব থাকলে এই বৃক্ষরোপণ শুধু কাগজে-কলমেই সফল হবে, বাস্তবে এর ফল পাওয়া যাবে না। এতে শুধু অর্থের অপচয় হবে।”
স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নিয়ে রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা ও টেকসই রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সড়কের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশও সুরক্ষিত থাকবে।
আরও পড়ুন: নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু