সিদ্দিরচর বাজার বন্ধু মহল কর্তৃক আয়োজিত জমকালো ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। ফাইনাল ম্যাচে মুতারবাড়ি ফুটবল একাদশ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, আর পুরো আয়োজনজুড়ে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর পরিবেশ। খেলা শুরু থেকেই উত্তেজনায় ঠাসা ছিল, যেখানে দুই দলের মধ্যে ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। তবে শেষ পর্যন্ত বিজয়ী হয় মুতারবাড়ি একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদত হোসেন জুয়েল। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মো: আব্দুল্লাহ। উদ্বোধক ছিলেন আপেল মাহমুদ ও আপন হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা: মো: হুমায়ূন রশীদ এবং বদল হাজারীসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে গড়ে তোলার আহ্বান জানান। আয়োজক বন্ধু মহল জানায়, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এমন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন চালিয়ে যাবে।