📅 ঢাকা, বুধবার, ২৫ জুন ২০২৫
✍️ প্রতিবেদন: কালিকা প্রসাদ টিভি
অবশেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
গত কয়েকদিন ধরেই কাজী হাবিবুল আউয়ালকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সূত্রে জানা গেছে, তার অবস্থান নিশ্চিত করতে রাজধানীর একাধিক স্থানে অভিযান চালায় ডিবি।
এর আগে গত ২২ জুন রাতে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তবে সেই সময় ডিবির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছিল। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন, তাকে এখনো গ্রেফতার করা হয়নি।
প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর কাজী হাবিবুল আউয়াল আত্মগোপনে চলে যান। রোববার (২২ জুন) অপর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গ্রেফতারের পর আবার আলোচনায় আসেন হাবিবুল আউয়াল।
২০১৮ সালের ‘দিনের ভোট রাতে’ কেলেঙ্কারিতে জড়িয়ে ছিল নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। অন্যদিকে, ২০২৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের আয়োজন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কাজী হাবিবুল আউয়াল। তার সময়েই “আমি-ডামি ভোট” কথাটি প্রচলিত হয়।
আওয়ামী লীগ আমলের তিনটি জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি সম্প্রতি মামলা দায়ের করে, যাতে হাবিবুল আউয়াল, কে এম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমেদ সহ নির্বাচন কমিশনের সাবেক সদস্যরা আসামি হন।
এই মামলার প্রেক্ষিতে কে এম নূরুল হুদাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আজ গ্রেফতার হলেন কাজী হাবিবুল আউয়াল।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত