রাতুল হোসেন, পাবনা।
পাবনার সাঁথিয়ায় পরকীয়ার জেরে এক নারীকে সালিসী বৈঠক থেকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণুপুর গ্রামে, যেখানে অভিযুক্ত সাবেক সেনা সদস্য আব্দুস সালাম (৫৫) গণধোলাইয়ের শিকার হন এবং পরবর্তীতে এক নাটকীয় সালিসী বৈঠকের মাঝখান থেকে নারীটি অপহৃত হন বলে দাবি করা হচ্ছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুস সালামের সঙ্গে একই গ্রামের এক গৃহবধূর (৪০) পরকীয়া সম্পর্ক চলছিল। শুক্রবার সন্ধ্যায় সালাম তার প্রেমিকার ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। পরে সালামকে গণপিটুনি দিয়ে আটক করেন এলাকাবাসী। বিষয়টি মোবাইলে ধারণ করে রাত ৯টার দিকে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বসানো হয় একটি সালিসী বৈঠক।
বৈঠকটি চলে গভীর রাত পর্যন্ত। সালিসীতে দুজনের বিয়েতে সম্মতি থাকলেও কিছু প্রভাবশালী বহিরাগত ব্যক্তি ও সালামের স্বজনরা বিয়েতে বাধা দেন। রাতভর সালিসী চলার পর ভোরের দিকে তারা প্রধানদের অমান্য করে ওই নারীকে জোর করে বৈঠকস্থল থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
এ ঘটনায় শনিবার সকালে নারীটির স্বামী আবু সাইদ সাঁথিয়া থানায় আব্দুস সালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণ ও অনৈতিক সম্পর্কের অভিযোগে মামলা করেন।
অভিযুক্ত আব্দুস সালাম দাবি করেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় এবং তিনি স্থানীয়দের হামলায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, সালিসী বৈঠকের সভাপতিত্ব করা স্থানীয় এক রাজনৈতিক নেতা জানান, বৈঠকের মাধ্যমে সমাধান করতে চাইলেও বহিরাগতদের হস্তক্ষেপে তা ভেস্তে যায়। তাদের কথায়, অর্থের বিনিময়ে নারীটিকে জোর করে তুলে নেওয়া হয়।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তারা দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।