বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু
গাজীপুরের শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের গাজীপুর জেলার ড্রাগ সুপার তানজিলা আফরিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা চৌরাস্তার লাজ ফার্মা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রি হচ্ছে এমন খবর পায় প্রশাসন। পরে ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসময় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরও কয়েকটি ফার্মেসির বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(খ), ৪০(গ), ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,
“স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে। এ অভিযান চলমান থাকবে।”
আরও পড়ুন: পাবনায় কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরি: আতঙ্কে এলাকাবাসী