1. ashiqmahmud156@gmail.com : কালিকা প্রসাদ টিভি : কালিকা প্রসাদ টিভি
  2. info@www.kalikaprosadtv.online : কালিকা প্রসাদ টিভি :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার, খুলে নিল গ্রাহকের মিটার জয়পুরহাটে শারীরিকভাবে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ দালালমুক্ত ডিবিএলএম হাসপাতাল বর্হিবিভাগের দাবিতে মানববন্ধন শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে জরিমানা পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত ভৈরবে মধ্যরাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০ মাগুরায় ছাত্রনেতা শহীদ আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদাৎ বার্ষিকী পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নীলফামারীতে হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা নির্বাচন ঘিরে পত্তন ইউনিয়নে জামায়াতের প্রস্তুতি সভা

শ্রীনগরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার, খুলে নিল গ্রাহকের মিটার

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গ্রাহকের বাড়ি থেকে বিদ্যুৎ মিটার খুলে নেওয়ায় ভুক্তভোগী পরিবার বিদ্যুৎবিহীন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে।



গত রবিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শ্যামসিদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হকের বাড়ি থেকে পল্লী বিদ্যুৎ কর্মীরা মিটার খুলে নেন।



ভুক্তভোগী পরিবারের অভিযোগ—গত শনিবার রাত ৯টার দিকে বিদ্যুতের খুঁটিতে মেরামত কাজ করতে আসেন বিদ্যুৎ কর্মীরা। কাজ শেষ করেও সংযোগ সচল না করলে বাড়ির মহিলারা আপত্তি জানান। এ সময় কর্মীরা “খরচ-খরচা” দাবি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মোজাম্মেল হকের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। এর জের ধরে পরদিন খালি বাড়ি থেকে মিটার খুলে নেওয়া হয়।



মো. মোজাম্মেল হক বলেন,
“তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মিটার খুলে নেওয়া হয়েছে। ছেলে-মেয়েদের পরীক্ষা চলছে, বিদ্যুৎ না থাকায় পড়ালেখা করতে পারছে না। পুরো পরিবার নিয়ে বিপাকে আছি।”



স্থানীয়রা জানান, হঠাৎ মিটার খুলে নেওয়ায় পরিবারটি দুই দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতে স্কুলপড়ুয়া সন্তানদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং পরিবারের স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।



এ বিষয়ে শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহামুদুল হাসান বলেন,
“আমার কর্মচারীকে ধাক্কা দেওয়ার কারণে পরদিন ওই বাড়ি থেকে মিটার খুলে আনা হয়।”



এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. হামিদুর ইসলাম লিংকন বলেন,
“পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজ হলো গ্রাহকদের সেবা দেওয়া। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে বা সেবায় ব্যাঘাত ঘটায়, তাহলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”



আরও পড়ুন: বিজয়নগরের তিন ইউনিয়ন কর্তনের খসড়ার প্রতিবাদে মহাসড়কে জনস্রোত

নিউজ এর তথ্যসূত্র: বিডি ২৪ রিপোর্ট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কালিকা প্রসাদ টিভি-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট