মোঃ রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি | ৫ জুলাই ২০২৫, শনিবার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘৫ম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি কর্মশালা-২০২৫’। কর্মশালাটি শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়, যেখানে নগরীর ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন বলেন, “রেড ক্রিসেন্ট দুর্যোগে, সংকটে, সহানুভূতির প্রতীক হয়ে কাজ করে। স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য যে মানবিক দায়িত্ব পালন করে, তা সমাজের জন্য একটি বড় অনুপ্রেরণা।” তিনি ভবিষ্যতেও রেড ক্রিসেন্ট কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম ভূঁইয়া এবং চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ডা. ফারহানাজ মাবুদ সিলভী ও মোঃ এনামুল হক।
কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের কার্যক্রম কীভাবে আরও সম্প্রসারিত ও কার্যকর করা যায়, সে বিষয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি হিসেবে দায়িত্ব ও কর্তব্য, দুর্যোগপ্রস্তুতি, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক ও নিয়োগ বিভাগের প্রধান দীপ্ত ভট্টাচার্য্য। আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান মোঃ রকিবুল ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান তন্ময় বড়ুয়া, স্বাস্থ্য ও সেবা বিভাগের প্রধান হোছাইন মো. আসির হামিম এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।
কর্মশালাটি ছিল মানবিকতা ও নেতৃত্ব বিকাশের এক অনন্য মিলনমেলা।