লিবিয়ায় দীর্ঘদিন ধরে আটকে থাকা ১৫৮ জন বাংলাদেশি শ্রমিক অবশেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।
দেশে ফেরা বাংলাদেশিরা মঙ্গলবার (২৫ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা একটি বিশেষ ফ্লাইট (বুরাক এয়ার, ফ্লাইট নম্বর: UZ222) যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
ফেরত আসা এই ১৫৮ জন বাংলাদেশিকে লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক করে রাখা হয়েছিল। বিভিন্ন সময় বৈধতা হারানো, কর্মসংস্থানের অভাব এবং অভিবাসনসংক্রান্ত জটিলতার কারণে তাদেরকে ওই কেন্দ্রে রাখা হয়।
দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দূতাবাসের তৎপরতা এবং আইওএম-এর কারিগরি ও লজিস্টিক সহায়তায় এই নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়। দূতাবাস জানায়, এটি একটি মানবিক প্রত্যাবাসন প্রক্রিয়া, যার মাধ্যমে আটকে পড়া ও বিপদাপন্ন অবস্থায় থাকা বাংলাদেশিদের নিরাপদে নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, “আমরা দূতাবাসের পক্ষ থেকে যেসব নাগরিক ডিটেনশন সেন্টারে আটক ছিলেন তাদের মুক্তির জন্য নিয়মিত যোগাযোগ রেখেছি। অবশেষে এই ১৫৮ জনকে দেশে ফেরত পাঠাতে পেরে আমরা সন্তুষ্ট।”
দূতাবাস ও আইওএম সূত্রে জানা গেছে, লিবিয়ায় এখনো আরও কিছু বাংলাদেশি বিভিন্ন ডিটেনশন সেন্টারে রয়েছেন। চলমান সহায়তা ও আলোচনার মাধ্যমে তাদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।