নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছিল অন্তত ১৪ থেকে ১৫টি ভাসমান মার্কেট। এসব মার্কেটে কাঁচাবাজার, কাপড়, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছিল, যা সড়কের এক-তৃতীয়াংশ জায়গা দখল করে রেখেছিল। এর ফলে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল এবং যানজট ছিল নিত্যদিনের ঘটনা। পথচারীদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হতো।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, “এসব অবৈধ দোকান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় হতো। আমরা হাইওয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কেউ আবার মহাসড়ক দখল করে দোকান বসালে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।”
আরও পড়ুন: পাবনায় ঋণখেলাপি মামলার নোটিশ পেয়ে ব্যাংকে হামলা, ব্যবস্থাপক গুরুতর আহত
স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মহাসড়কের স্বাভাবিক পরিবেশ ও যান চলাচল অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।