ফারুক আহমেদ, মাগুরা:
শহীদ জিয়া স্মৃতি সংসদের মাগুরা জেলা শাখার নতুন নেতৃত্বে এসেছে নতুন মুখ। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, রুবাইয়াত হোসেন খানকে সভাপতি ও মনিরুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মিরাজ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন নেতৃত্বে একটি গতিশীল ও কার্যকর কমিটি গঠনের লক্ষ্যেই এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত জেলা কমিটিতে স্থান পেয়েছেন রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয় তরুণ নেতৃবৃন্দ।
আরও পড়ুন: শুল্ক নিয়ে উত্তেজনার মাঝে পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ঘোষিত আংশিক কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন:
কমিটিতে আরও সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন: মোস্তাক বিশ্বাস, রিপন ইসলাম জনি, মোঃ আরমান হোসেন, মোঃ আল-আমিন মোল্যা, মোঃ সাইদুজ্জামান হামীম, মোঃ রিফাতুল ইসলাম রায়হান, শাহ আলম, জুলফিকার আলি, আব্দুল্লাহ আল-মামুন।
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মণ্ডলী:
নবগঠিত এই কমিটি অচিরেই একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি উপস্থাপন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কমিটির নেতৃবৃন্দ জানান, মাগুরায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে তারা দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।