মোঃ কাউছার পাটোওয়ারী, হাজীগঞ্জ প্রতিনিধি
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও শিক্ষা মানোন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা। সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “একটি শিক্ষিত প্রজন্ম গঠনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক প্রতিনিধিরা। তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়ালেখায় মনোযোগী হওয়া এবং নৈতিক শিক্ষা অর্জনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ হাবিব ঢালী, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা বিএনপির সদস্য সিরাজ বকাউল, আল আমিন ভূইয়া, জসিম প্রধানিয়া, সাত্তার হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি শ্রমিকদের অনির্দিষ্টকালের অবরোধের ডাক
এ আলোচনা সভা সকলের মধ্যে একটি ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।