জহির শাহ্, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলাবাদ ইউনিয়নে গণঅধিকার পরিষদের (জিওপি) নবগঠিত ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে আয়োজিত সভায় এই ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আহ্বায়ক মো. সাদেক আহমেদ আকাশ বলেন, “ন্যায়ের পতাকা আমরা প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেব। এই সংগ্রাম মানুষের অধিকার আদায়ের।”
সদস্য সচিব মো. কাইউম ইসলাম বলেন, “গণতন্ত্র, সমতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।” ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কামরুল হাসান ইকরাম তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেন।
এ সময় পৌরসভা আহ্বায়ক মো. নিরব, সংগঠনের অন্যতম অভিজ্ঞ নেতা সার্জেন্ট (অব.) আলাল আহমেদ বাদল, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম, শিক্ষাবিদ মো. মোতালেব এবং শ্রমিক অধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, “গণঅধিকার পরিষদ মানুষের আশা-আকাঙ্ক্ষার জায়গা। আমরা রসুলাবাদকে অধিকার আন্দোলনের দুর্গে পরিণত করব।”
অনুষ্ঠানে তিন মাসের জন্য শ্যামগ্রাম ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের আংশিক কমিটিও ঘোষণা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের কর্মী এবং সাধারণ মানুষ।
এই সভার মধ্য দিয়ে নবীনগরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত