মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম।
বর্ষাকালে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় যৌথভাবে আয়োজন করা হলো “HOPECOAT” নামে একটি মানবিক রেইনকোট বিতরণ প্রকল্প। পথচারী ও দিনমজুরদের চলাচলকে সহজ করতে এই উদ্যোগ নেয় রোটারেক্ট ক্লাবের পাঁচটি ইউনিট।
আরও পড়ুন: কালিকাপ্রসাদে প্রথমবারের মতো ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ: জমকালো আয়োজনের প্রস্তুতি সম্পন্ন
এই প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করে রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, চিটাগং এলায়েন্স, চট্টগ্রাম মেট্রোপলিটন, চট্টগ্রাম সিটি ও চট্টগ্রাম কসমোপলিটন—যা রোটারেক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২-এর অন্তর্ভুক্ত।
প্রকল্পের নেতৃত্ব দেন—
প্রতিটি রেইনকোর্টে রোটারেক্ট ব্র্যান্ডিং থাকায় সুবিধাভোগীদের মনে এই সহানুভূতির উদ্যোগ গভীর ছাপ ফেলে। আয়োজকদের মতে, “মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের প্রকৃত প্রাপ্তি।”
এই ধরনের কার্যক্রম রোটারেক্টের মূল মানবিক মূল্যবোধকে দৃঢ়তর করে এবং যুব নেতৃত্বকে সমাজসেবায় আরও কার্যকর করে তোলে।