আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় পরিচালিত একটি বিশেষ অভিযানে অবৈধভাবে পরিচালিত ই-বর্জ্য প্রক্রিয়াজাতকারী একটি কারখানা থেকে ২৭ বাংলাদেশি নাগরিকসহ মোট ৩৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
অভিযানটি পরিচালিত হয় গত ১৯ জুন, সেলাঙ্গরের পুলাউ ইন্দাহ এলাকায়। রবিবার (২২ জুন) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
দাতুক শাবান জানান, দুই সপ্তাহ ধরে গোপন নজরদারি ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ইউনিটের সদস্যরা জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) এর সহযোগিতায় অভিযানটি চালায়।
অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে ৩৯ জন অভিবাসী এবং তিনজন স্থানীয় নাগরিক রয়েছেন। আটক বিদেশিদের মধ্যে আছেন:
২৭ জন বাংলাদেশি পুরুষ (বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে) ৪ জন চীনা পুরুষ নাগরিক, ১২ জন চীনা নারী।
অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান, কাজ করার অনুমতির অভাব, এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে দেশটির প্রচলিত ইমিগ্রেশন আইনের ১৫৫ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় দেশত্যাগের নির্দেশ বা ডিপোর্টেশন প্রক্রিয়াও শুরু হতে পারে।
মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক ও অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই ধরপাকড় চালানো হয়েছে। দেশটিতে কর্মসংস্থানের আশায় বহু বাংলাদেশি অভিবাসী পাড়ি জমালেও কাগজপত্র বা বৈধতার অভাবে অনেকেই সমস্যায় পড়ছেন।