ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শালিখায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ এবং জাতীয় গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. জিহাদ হাসানের ওপর হামলা ও পরে একটি মিথ্যা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিক জিহাদ হাসান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে শালিখা উপজেলার কাজ শেষে শতখালী ইউনিয়নের উদ্যোক্তা আনোয়ার হোসেনের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শালিখা উপজেলা সদর থেকে বের হয়ে যশোর-মাগুরা হাইওয়ে রোডে উঠতেই ওত পেতে থাকা পাঁচ-ছয়জন যুবক তার পথরোধ করে। মোটরসাইকেল থেকে তাকে টেনেহিঁচড়ে নামানো হয়। এক যুবক জিজ্ঞেস করে, “এনাকি ছাত্রলীগ করে?” তখন অপর একজন হ্যাঁ সূচক উত্তর দিলে তারা দলবদ্ধভাবে তার ওপর কিল-ঘুষি চালায়। মারধরের একপর্যায়ে তারা তার মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, ঘটনার সময় তারা যশোর-মাগুরা মহাসড়কে ছিলেন। মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তির মধ্যে একজনকে হঠাৎ পিছন থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ জোরপূর্বক নিয়ে নেয় হামলাকারীরা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সাংবাদিক জিহাদকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, “সে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য এবং পুলিশ সুপারের নির্দেশে তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, পরদিন শুক্রবার মাগুরা সদর থানায় দায়ের করা নাশকতার মামলায় সাংবাদিক জিহাদ হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সাংবাদিক সমাজ বলছে, এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক হয়রানি। তারা অভিযোগ করেন, হামলার শিকার হওয়া সত্ত্বেও জিহাদের বিরুদ্ধেই উল্টো মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার প্রতি এক বড় ধরনের হুমকি। সাংবাদিক মহল অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত